রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুই ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা ‘ছিনতাই’ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতে ওই দুই ব্যবসায়ী রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে জিডির কোথাও ‘ছিনতাই’ শব্দটি ব্যবহার করা হয়নি।
‘ছিনতাই’য়ের ওই দুইজন হচ্ছেন সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মী মো. আলম ও আমিনুল হক। ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডির বরাত দিয়ে তিনি বলেন, ওই দুইজন ৩০ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে মতিঝিল থেকে উত্তরার কাস্টমস অফিসে যাচ্ছিলেন। পথে আর্মি গলফ ক্লাবের সামনে ডিবি পরিচয়ে তাদের গাড়িতে উঠে চালককে সরিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে একজন গাড়ি চালায়, অপর দুজন সিঅ্যান্ডএফ কর্মকর্তাদের মারধর করে তাদের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে বসুন্ধরা সংলগ্ন ৩০০ ফিট রাস্তায় হাত-মুখ বেঁধে ফেলে যায়।
সন্ধ্যার পর তারা থানায় জিডি করেন। তবে থানার ওসির নির্দেশ ছাড়া জিডি নম্বরটি বলতে পারবেন না বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর।
সাধারণত ছিনতাইয়ের ঘটনায় মামলা করার বিধান রয়েছে। তবে এক্ষেত্রে কেন জিডি নেয়া হলো জানতে চাইলে এসআই জাহাঙ্গীর বলেন, ‘জিডির কোথাও ছিনতাই কথাটি উল্লেখ নেই।’