ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের টার্গেট ৩৫৪


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তান্ডবে বাংলাদেশকে রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৬ উইকটে হারিয়ে ৩৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ডি ভিলিয়ার্স ১০৪ বলে ১৫টি চার ও ৭টি ছয়ে ১৭৬ রান তোলেন। এ ছাড়া হাশিম আমলা ৯২ বলে ৮৫ রান করে।


    বাংলাদেশের বোলারদের হয়ে ৬২ রানে ৪টি উইকেট নেন রুবেল হোসেন। এ ছাড়া ২টি উইকেট নেন সাকিব আল হাসান।

    এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচে ২৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া আমলা-ডি কক এদিনও ভয় ধরিয়ে দিচ্ছেলেন টাইগার শিবিরে। ধীরে ধীরে এই জুটি পূর্ণ করতে চলছিল শতরানের জুটি। এই সময়ই আঘাত হানেন সাকিব। এই টাইগার স্পিনারের করা ১৮তম ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ডি কক।

    ডি কক সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন অধিনায়ক ডু প্লেসিস। প্রথম দুই বল দেখেশুনে খেললেও কোনো রান নিতে পারেননি। পরের বলে তথা ১৮তম ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ককে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব।

    পরপর দুই উইকেট হারিয়েও দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে আমলা ও ডি ভিলিয়ার্স মিলে ১০৮ বলে ১৩৬ রানের দুর্দান্ত জুটি গড়ে প্রোটিয়াদের মজবুত ভিত এনে দেন। রুবেল হোসেনের করা ৩৬তম ওভারের শেষ বলে মুশফিককে ক্যাচ দিয়ে আমলা ফিরে গেলে কিছুটা হলেও স্বস্তি ফেরে টাইগার শিবিরে।

    কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ উইকেটে ডুমিনিকে নিয়ে ৭০ বলে ১১৭ রানের ঝোড়ো জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন ডি ভিলিয়ার্স।

    দারুণ খেলতে থাকা ডি ভিলিয়ার্স ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। তবে রুবেল হোসেনের করা ৪৮তম ওভারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন এই স্টাইলিশ ব্যাটসম্যান।

    ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর বাকি ১৪ বলে দাপট দেখায় বাংলাদেশ। তাসকিন এবং রুবেলের করা শেষ ১৪ বলে মাত্র ১০ রান নিতে সক্ষম হয় প্রোটিয়ারা। এরমধ্যে রুবেলের করা ইনিংসের শেষ ৩ বলে কোনো রানই নিতে পারেনি স্বাগতিকরা; যার মধ্যে চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নেন এই ডানহাতি পেসার।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ