ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার

নিউজ ডেস্ক.



সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, বিএনপির অবস্থা-ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। তাদের রাজনীতি এখন প্রেস ব্রিফিংয়ে সীমাবদ্ধ।
আজ রবিবার যশোর সার্কিট হাউসে সড়ক জনপথ বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ৫৯৬ জনের কেন্দ্রীয় কমিটির কেউ কোনো ইস্যুতে একদিনও রাস্তায় নামতে পারেনি। এখন আদালতের ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সেতুমন্ত্রী বলেন, ‘জনমত জরিপ করে দেখুন, ’৭৫-পরবর্তী সময় থেকে এখনো শেখ হাসিনা সরকার জনপ্রিয়।’

২৪ ঘণ্টার মধ্যে বেহাল সড়কগুলো মেরামত করতে নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, বৃষ্টি-বাদলের কথা উড়িয়ে দেয়া যায় না। কিন্তু কোনো অজুহাত দেখানো যাবে না। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ ও কালকের মধ্য রাস্তা ঠিক করতে হবে।

তিনি বলেন বলেন, দিনের বেলায় রাস্তা বন্ধ করে মেরামত করা যাবে না। কাজ করতে হবে রাতে। এ সময় নির্বাহী প্রকৌশলীরা নিরাপত্তার দাবি জানান। সঙ্গে সঙ্গে মন্ত্রী খুলনা রেঞ্জের হাইওয়ে পুলিশের মহাপরিদর্শককে ফোন করে নিরাপত্তার বিষয়টি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ