Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
চাকুরীর বার্তা ডেস্ক.
তরুণদের চাকরির সুযোগ দিয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান ‘ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্ট’। প্রতিষ্ঠানটিতে মেশিন অপারেটর, ব্রাঞ্চ সেলস ম্যানেজার, সেলস অফিসার (মডার্ন ট্রেড) ও সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেওয়া হবে।
মেশিন অপারেটর
মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
ব্রাঞ্চ সেলস ম্যানেজার
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি ভোগ্যপণ্য বিক্রয়ে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
সেলস অফিসার (মডার্ন ট্রেড)
পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
সেলস রিপ্রেজেন্টেটিভ
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। ভোগ্যপণ্য বিক্রয়ে এক বছরের অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য মোবাইল ফোন নম্বরসহ জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘ব্র্যাক- মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্র ও খামের উপর আবেদনকৃত পদের নাম এবং EN-৫৩০৬১৭ উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ২ জুন, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।