তালোড়ায় গণেশ পুজার বির্সজন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

তালোড়া (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার তালোড়ায় বিশ্ব শান্তি কল্পে ব্যাবসা বাণিজ্য প্রসারের লক্ষে তালোড়া পৌর প্রাঙ্গনে শ্রী শ্রী লক্ষী নারায়ন পূজা সংঘের আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা পালিত হইছে।


    এ পূজা বগুড়া জেলার মধ্যে সর্ব বৃহৎ। তিন দিন ব্যাপি শুক্র,শনি,রবি ও আজ সোমবার বির্সজন।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষী নারায়ন পূজা সংঘের সভাপতি শ্রী টুটুল রায়,সাধারন সম্পাদক স্বপন প্রশাদ গুপ্ত,ক্যিিশয়ার সুনিল রায়,সদস্য দেবব্রত মন্ডল, বাবলু ঘোষ,শ্রামল মহন্ত, চিত্ত,অনিল,রবি,জয়ন্ত অনিল,নয়ন, প্রান্ত,সুমুন,সাগর,শংকর সহ বিভিন্ন এলাকার হিন্দু ধর্মালম্বী ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ