Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
সংগীতশিল্পী তাহসান নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘আবারও’। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানবক্সের ব্যানারে গানটির রেকর্ডিং হয়েছে গতকাল শুক্রবার।
গানটি ‘আবারও’ শিরোনামে একটি টেলিফিল্মেও দেখা যাবে। টেলিফিল্মটিতেও অভিনয় করেছেন তাহসান। তাঁর বিপরীতে অভিনয় করছেন এ সময়ের অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মাসুদুল হাসানের গল্প এবং তানিন রহমানের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
গান এবং টেলিফিল্ম প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন আমাদের জীবনে প্রতিমুহূর্তে যা ঘটছে ঠিক তেমন একটি গল্প নিয়েই এই টেলিফিল্ম। হিমি খুব ভালোভাবে উপস্থাপন করেছে গল্পটি। আর আমি এখন খুব বেশি গান করছি না। গানের কথা সুর ও সংগীত সব নিজের মনমতো হলে তবেই সেই গানে কণ্ঠ দিচ্ছি। এই টেলিফিল্মের জন্য যে গানে কণ্ঠ দিলাম সেটা আমার ভালো লেগেছে এবং আশা করছি তা শ্রোতারাও পছন্দ করবেন।’
টেলিফিল্মটি প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা। আসছে ঈদে টেলিফিল্মটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান তিনি।