Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
‘বস-২’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে যৌথ প্রযোজনাবিষয়ক প্রিভিউ কমিটির আপত্তিপত্র ও প্রদর্শন না করার পরামর্শের কারণে বাংলাদেশে ছবিটির মুক্তি এখন অনিশ্চিত। এরই মধ্যে ছবিটির বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করবেন ছবির নায়ক, কলকাতার অভিনেতা জিৎ। এ সময় সেখানে উপস্থিত থাকবেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।
জাজের পক্ষ থেকে জানানো হয়, জিৎ ঢাকায় তিন দিন থাকবেন এবং পুরো সময়টাই তিনি ব্যয় করবেন ছবির প্রচারে। টেলিভিশনের বিভিন্ন শো ছাড়াও সাংবাদিকদের সঙ্গে ছবি নিয়ে কথা বলবেন জিৎ। তবে প্রিভিউ কমিটির নেতিবাচক সুপারিশের ব্যাপারে জাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ৭ জুন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-২’ ছবিতে সঠিকভাবে নিয়মনীতি মানা হয়নি বলে জানিয়ে তথ্য মন্ত্রণালয়ে আপত্তিপত্র পাঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও যৌথভাবে প্রযোজিত ছবির প্রিভিউ কমিটির চেয়ারম্যান তপন কুমার ঘোষ।
কমিটি মনে করে, ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে হয়নি। এ ধরনের ছবির ক্ষেত্রে অভিনয়শিল্পী, কলাকুশলী, ছবির দৃশ্যায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অর্ধেক অর্ধেক থাকার যে নিয়ম, সেটি লঙ্ঘন করা হয়েছে।
সম্প্রতি একই ছবির ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গানও সমালোচনার মুখে পড়ে। পরে আইনজীবীরা এই গানটির জন্য আইনি নোটিশ পাঠান জাজ মাল্টিমিডিয়াকে। এরপর ইউটিউব চ্যানেল থেকে গানটি সরিয়ে নেয় জাজ।
ভারতের জিৎ ও শুভশ্রী অভিনীত এই ছবিতে বাংলাদেশের হয়ে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ‘বস-২’ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।