তিন শিশুসহ জঙ্গি খাদিজার আত্মসমর্পণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


অবশেষে তিন শিশুসহ আত্মসমর্পণ করেছে জঙ্গি খাদেজা। বিকেল সোয়া ৩টার দিকে খাদিজা আত্মসমর্পণ করেবলে যশোরে পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন।

    আত্মসমর্পণেরপর পরই খাদিজা ও তার তিন সন্তানকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। তবে তাদের কোথায় নেয়া হয়েছে, পুলিশের কোনো সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তাও খাদিজার আত্মসমর্পণেরতথ্য দিয়েছেন।

    যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থান নেয়া সংবাদকর্মীরা বলছেন, পুলিশ এখন আলোচ্য বাড়িটিতে তল্লাশি করছে। তল্লাশি শেষে সংবাদকর্মীদের কোনো ব্রিফিং দেয়া হবে কি না সে ব্যাপারে দায়িত্বরত সংবাদকর্মীরা এখনো নিশ্চিত হতে পারেননি।

    এর আগে বিকেল পৌনে ৩টার দিকে খাদিজার বাবা-মাকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ঘিরে রাখা বাড়িটিতে আনা হয়। এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, খাদিজাকে আত্মসমর্পণে রাজি করাতে তার বাবা-মাকে পাবনা থেকে আনা হয়েছে। তাদের বাড়িটির নির্ধারিত ফ্ল্যাটেও পাঠানো হয়।

    খাদিজার বাড়ি পাবনায়। সে স্বামীর সঙ্গে যশোরের ওই বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। কিছুদিন আগে তার স্বামীকে রাজধানী থেকে গ্রেফতার করা হয় বলে শোনা যাচ্ছে। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

    রবিবার রাত ১০টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ; যেটির মালিক যশোর জিলা স্কুলের এক শিক্ষক। পরে মাইকযোগে খাদিজাকে আত্মসমর্পণের আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। সকালেই পুলিশের বিশেষায়িত টিম সোয়াত ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ