নিউজ ডেস্ক.
তীব্র তাপপ্রবাহের মুখে ইরাকে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার মধ্যরাতে প্রচারিত ঘোষণায় বলা হয়, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে (১২৩ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। চলতি গ্রীষ্মে এটাই সরবোচ্চ তাপমাত্রার রেকর্ড। এমতবস্থায় মন্ত্রীসভা বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণার আহবান জানালে সরকার বুধবার রাতে ব্যবস্থা নেয়। এ ছুটি সকল সরকারি অফিসের জন্য কার্যকর হবে।
গত বৃহস্পতিবার আবহাওয়া বিভাগ হুঁশিয়ার করে দেয় যে, দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে (১২৩.৮ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছে যেতে পারে।
এর আগে গত বছর রাজধানী বাগদাদে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে এবং বসরায় ৫৩ ডিগ্রি সেলসিয়াসে উপনীত হলে সরকার দু’দিনের ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
বলা প্রয়োজন যে, গ্রীষ্মকালে ইরাকের তাপমাত্রা চিরাচরিতভাবেই ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়। আর ঠিক এ সময়ে বিদ্যুতের সঙ্কট হলে মানুষের জীবন অসহনীয় হয়ে ওঠে। সূত্র : খালিজ টাইমস


