তৃণমুল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, তৃনমুল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। এজন্য জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদকে সচল করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বহুমূখী কর্মকান্ডের মধ্যদিয়ে দেশে মানুষের সামাজিক মর্যদা বৃদ্ধি পেয়েছে। সরকার সারাদেশে শহর ও গ্রামে সমানতালে উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছে। তৃনমুল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করতে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
রোববার দুপুরে বগুড়ার ধুনটে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে শহরের ডাইম প্লাজায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল, জেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি আব্দুস ছালাম, শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এমএ তারেক হেলাল, সাইফুল ইসলাম ফটিক, হারুনর রশীদ সেলিম, ময়নুল হাসান মুকুল, লাল মিয়া, বেলাল হোসেন শ্যামল, নাজমুল কাদির শিপন, আজাহার আলী পাইকার, পৌর কাউন্সিলর রঞ্জু মল্লিক।
আলোচনা সভায় আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জনপ্রতিনিধিদের ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ