Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
সিলেট প্রতিনিধি.
সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বন্যাদুর্গতদের সাহায্যের জন্য অর্থের কোনো সমস্যা নেই। পর্যাপ্ত অর্থ ও ত্রাণ মজুদ রয়েছে। তবে দুর্গতদের কাছে তা পৌঁছাতে হয়তো একটু সময় লাগছে।
আজ শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন পরিকল্পনা করি, ধরেই নেওয়া হয় এই দেশে বন্যা হবে। সমস্যা হয় যখন সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। নয় বছরের মধ্যে এবারই একটু বেশি হয়েছে। এ জন্যই বিশেষ পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’
‘আপনাদের জানা উচিত, সরকারে হাতে ত্রাণের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ মজুদ আছে। এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এটা সাময়িক সমস্যা। এর মোকাবিলা সেভাবেই করা হচ্ছে। কোনো জায়গায় তিন মাসের জন্য, কোনো জায়গায় ছয় মাসের জন্য খাদ্য দেওয়া হচ্ছে। এর বাইরে পাঁচ মাসের একটি কর্মসূচি আছে সেটাও বহাল থাকবে। অসুবিধা হওয়ার কোনো কারণ নাই।’
‘তবে হ্যাঁ এটা ঠিক যে, তাৎক্ষণিকভাবে সেটা ভুক্তভোগীর কাছে পৌঁছাতে সময় লাগে। এক-দুদিনের গ্যাপ হয়ে যায়’, যোগ করেন অর্থমন্ত্রী।
সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া প্রমুখ।
বন্যাদুর্গতদের সাহায্যার্থে সরকার ব্যর্থ হয়েছে বিএনপির এমন বক্তব্যের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘ভারসাম্যহীন এ দলটিকে সরকার কেয়ার করে না।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।