বাংলাদেশ, নিউজিল্যান্ডের সাথে স্বাগতিক আয়ারল্যান্ডের অংশগ্রহণে ১২ মে শুরু হতে যাচ্ছে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী প্রতিটি দল পরস্পরের সাথে দুইবার মোকাবেলা করার মধ্য দিয়ে টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ করে খেলার সুযোগ পাবে। উদ্বোধনী ম্যাচে ১২ মে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক আইরিশরা।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৩.৪৫ মিনিটে। ম্যাচগুলোর সময়সূচি দেয়া হলো-