দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে সাকিব


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়ে বিসিবির বরাবর আবেদন করেন সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়েছে বোর্ড। তবে চাইলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

    বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আকরাম খান। তবে দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরার পথও খোলা রেখেছে বোর্ড।

    দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিব খেলবেন বলেই মনে হচ্ছে। কেননা, বিসিবি শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এই টাইগার অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে।

    তিন ধরনের ফরম্যাটেই সাকিব বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। ছয় মাসের জন্য যদি তিনি টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যান তবে সেটি সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ব্যাটিং ও বোলিং লাইনে বড় ধরনের শূন্যতা তৈরি করবে বৈকি। তাই বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সাকিবকে পেতে চায়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ