দর বাড়ালেন প্রভাস

বিনোদন ডেস্ক.

বর্তমানে পুরো বিশ্ব জুড়ে খ্যাতির শীর্ষেদক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। আর তার খ্যাতির রহস্য হলো ‘বাহুবলী’। কেননা, এস এস রাজমৌলির দুইটি সিরিজেই বাহুবলী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদিকে সদ্য মুক্তি পাওয়া ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমাটির আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়েছে।
তবে এতে নির্মাতারাই যে শুধু লাভবান হয়েছেন তা কিন্তু নয়, সিনেমার নায়ক প্রভাসেরও লাভ কম হয়নি। নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রভাস তার পারিশ্রমিক ৫ কোটি রুপি বাড়িয়েছেন। এ অভিনেতা মনে করছেন, পাঁচ বছর একটি সিনেমার পেছনে ব্যয় করেছেন এবং তা ব্লকবাস্টার হিট হয়েছে সেদিক থেকে বিচার করলে তিনি যে সম্মানি দাবি করছেন তা নায্য।’
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, বাহুবলী সিনেমার জন্য ২০-২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন প্রভাস। এখন থেকে সিনেমা প্রতি ৩০ কোটি রুপি চাইবেন তিনি। যদি তা হয় তাহলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন হবেন এই অভিনেতা।
জানা যায়, বাহুবলী সিনেমার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। ২৮ কোটি রুপি পেয়েছেন তিনি। দ্বিতীয়তে রয়েছেন প্রভাস। ১৫ কোটি রুপি পেয়েছেন রানা দাগ্গুবতি। এ ছাড়া ৫ কোটি রুপি করে পেয়েছেন আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। শিবগামী চরিত্রে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণা তিনি পেয়েছেন ২.৫ কোটি রুপি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ