দলে ফিরলেন মুমিনুল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


     


    অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ জনের দলে ছিলেন না মুমিনুল হক। এতে অনেক আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছিল। দল ঘোষণার একদিনের মাথায়েই ফের স্কোয়াডে ফিরেছেন মুমিনুল। মূলত মোসাদ্দেক হোসেনের চোটে দলে ঢুকেছেন বাংলাদেশী এই লিটল মাস্টার।

    শনিবার নির্বাচকদের ঘোষিত ১৪ জনের দলে ছিলেন না মুমিনুল। এনিয়ে সংবাদ মাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক সমলোচনার ঝড় ওঠে। এতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর বোর্ড অফিসে গিয়ে কোচ ও নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন।

    বৈঠকের পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বোর্ড সভাপতি সংবাদকর্মীদের জানান, চোখের সমস্যার কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দিয়ে তার জায়গায় মুমিনুলকে দলে নেয়া হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুমিনুলকে বাদ দেয়াটা ছিল দুঃখজনক।

    টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের। কিন্তু দুটি টেস্টে খারাপ করার কারণে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছিল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয় তাকে। তবে ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের চোখের সমস্যা, সেটি হতে দিল না।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ