Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতযালী থানার ওসি রেদওয়ানুল রহিম জানান, শনিবার ভোররাতে দুর্বৃত্তরা দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাংচুর করে। সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি), জেলা প্রশাসক মীর খায়রুল আলম,পুলিশ সুপার হামিদুল আলমসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫) সহ দুইজনকে আটক করেছে। আরেকজনের নাম জানা যায়নি।