দিনাজপুরে ২৮ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা পুলিশ অভিযান চালিয়ে ২৮জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার কর হয়েছে। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ৮৭০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ১০ পিস অ্যাম্পোল ইনজেকশন ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক থানায় ১৬টি মামলার প্রস্ততি চলছে। পরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ