দুপচাঁচিয়ার তালোড়ায় মোবাইল থেরাপি সেবা ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক.

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার উদ্যোগে দুপচাঁচিয়ার তালোড়ায় বিনামূল্যে মোবাইল থেরাপি সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ২৬এপ্রিল বুধবার দুপুরে আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এ মোবাইল থেরাপি ক্যাম্পের উদ্বোধন করেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার। এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক, প্রধান শিক্ষক শামছুল ইসলাম টুটুল, শিক্ষক অসীম মন্ডল, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জানে আলম চৌধুরী পান্না উপস্থিত ছিলেন। উক্ত থেরাপি সেবা ক্যাম্পে ঘাড় ব্যথা, কোমড় ব্যথা, হাটু ব্যথা, ফ্রোজেন সোল্ডার, এলবো/কনুই ব্যথা, আগুনে পোড়ার কারণে মাংস পেশী শক্ত হয়ে যাওয়া, হাত/পায়ের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। থেরাপি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট ডাঃ সুরাইয়া হাবিব, থেরাপি সহকারী সাইফুল ইসলাম, টেকনিশিয়ান রায়হানুল ইসলাম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ