Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি.
দুপচাঁচিয়ায় গতকাল রবিবার বিকাল থেকে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চান্দাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মারুফ হোসেন (৫) ও একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী আব্দুস সামাদের ছেলে মহিদুল মন্ডল (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে উপজেলার চৌমুহনী বাজারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় মারুফ হোসেন ব্যাটারী চালিত অটো রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একইদিন রাতের কোন এক সময় উপজেলা সদরের বাজারদীঘি নামক স্থানে মানসিক প্রতিবন্ধী মহিদুল মন্ডল গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ধারে পড়ে যায়।
স্থানীয় লোকজন সকালে তার লাশ দেখে চিনতে পেরে তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।