রাজশাহীর দুর্গাপুরে সবুরজান বিবি (৭০) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তিনি মারা যান। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
সবুরজান বিবি উপজেলার যুগিশ গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর কয়েকবছর ধরে উপজেলার শিবপুর গ্রামে মেয়ে রওশান আরার বাড়িতে থাকতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, সবুরজান বিবির এই মৃত্যু নিয়ে তার ছেলে আবুল কালাম আজাদ সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন, তার মাকে হত্যা করা হতে পারে।
ওসি জানান, আবুল কালামের এমন মৌখিক অভিযোগের ভিত্তিতেই সবুরজান বিবির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ জন্য কাউকে আটক করা হয়নি।
তবে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক. আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার…