দুর্ঘটনায় জনপ্রিয় মডেল সোনিকা নিহত

নিউজ ডেস্ক.

আজ শনিবার ভোররাতের এক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার নামী মডেলের। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে টলিখ্যাত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। মৃত মডেলের নাম সনিকা সিংহ চৌহান। কলকাতার লেক মলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে এদিন ভোররাত চারটা নাগাদ।
জানা গিয়েছে, রাসবিহারীর দিকে যাওয়ার সময় গাড়িটি প্রথমে ঘুরে যায়। প্রথমে গাড়িটি রাস্তার পেছনে একটি বেদীতে ধাক্কা মারে। পরে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যায় গাড়িটি। ফুটপাথে উঠে ধাক্কা মারে একটি দোকানে। দুজনকে প্রথমে উদ্ধার করে এলাকার বাসিন্দারা। প্রথমে তাদের উদ্ধার করা যাচ্ছিল না। কারণ কোনও কারণে তাদের গাড়ির দরজা লক হয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা টালিগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অন্য একটি দরজা ভেঙে সোনিকা এবং বিক্রমকে উদ্ধার করা হয়। তারপরে তাদের রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পাঁচটায় হাসপাতালে ওই মডেলকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম।
গাড়িটির বীভৎসতা দেখে তদন্তকারীরা অনুমান করছে গাড়ির গতিবেগ কমপক্ষে ১০০ কিলোমিটারের বেশি ছিল। এছাড়া পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছেন গাড়ির ভেতরের যাত্রীরা মত্ত অবস্থায় ছিল কিনা। বিক্রমের গাড়িতে পিছন থেকে কোনও গাড়ি ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপার নির্শ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যান্ত্রীক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা দেখার জন্য বিশেষজ্ঞদের দিয়ে গাড়িটি পরীক্ষা করানো হবে। তারপরে ফুটপাথে উঠে যায় গাড়িটি। ধাক্কা মারে একটি দোকানে। উল্টে যায় গাড়িটি। উদ্ধারের পরেও গাড়ির মধ্যে লেগে ছিল চাপ চাপ রক্ত। এর থেকই বোঝা যায় দুর্ঘটনার বীভৎসতা। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে রুবি হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার পিছনে গুরুতর চোট রয়েছে।
রুবি হাসপাতালে এই দিনই বিক্রমের মাথার সিটিস্ক্যান করা হয়েছে। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ