দুর্ভাগ্য আশরাফুলের

ক্রীড়া ডেস্ক.

দুর্ভাগ্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গত জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। তবে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি এ লিটল মাস্টার। এরপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও ব্যর্থতা। টানা সাত ম্যাচ পর মঙ্গলবার বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে একাদশেই নাম নেই তার।
আশরাফুলকে অধিনায়ক করেই এবার প্রিমিয়ার লিগ শুরু করেছিল কলাবাগান। কিন্তু দলীয় পারফরম্যান্সও ভালো নয় তাদের। ৭ ম্যাচে জয় মাত্র একটি। নেতৃত্বভার তাই সরিয়ে দেয়া হয়েছে আশরাফুলের কাঁধ থেকে। তার জায়গায়কলাবাগানকে নেতৃত্ব দিচ্ছেন তুষার ইমরান।
এবার প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে ৭ ম্যাচে আশরাফুল করেছেন মাত্র ৮৮ রান। মোট রানসংখ্যাই সেঞ্চুরি স্পর্শ করেনি! নেই ফিফটিও। সর্বোচ্চ করেছেন ৪৬।
দলের কোচ জালাল আহমেদ চৌধুরী বলেন, দলের নেতৃত্বে বদল আনা হয়েছে আশরাফুলকে রানে ফেরাতেই, ‘ওকে নির্ভার রাখতে অধিনায়কত্ব তুষারকে দেয়া হয়েছে। সে যাতে ছন্দ ফিরতে পারে, আমরা সব চেষ্টাই করছি। দুর্ভাগ্য, এখনো সেটা সে ফিরে পায়নি।’
গত জাতীয় লিগটাও ভালো যায়নি আশরাফুলের। ঢাকা মহানগরের হয়ে ৫ ম্যাচে ২০.৫০ গড়ে করেছেন ১২৩ রান। সেঞ্চুরি দূরে থাক, একটি ফিফটিও নেই। বাজে খেলায় নির্বাচকরা পরে তাকেরাখেননি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলেও।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ