দৃষ্টি সরাতেই মজহারকে অপহরণ: ফখরুল

নিউজ ডেস্ক.


 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের বিষয় থেকে দৃষ্টি সরাতেই সরকার কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণের ঘটনা ঘটিয়েছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ মন্তব্য করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘ফরহাদ সাহেবের ব্যাপারটা নিয়ে যেটা চলছে, এ রায়টা হলো ষোড়শ সংশোধনীর। তার পরেই কিন্তু ঘটনাটা ঘটল। অর্থাৎ ডাইভারশনটা (মোড়) এটা অনেকটা, এটা হচ্ছে আমাদের স্পেকুলেশনস (জল্পনা)।’

এক সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘কী করবে ভাই? আর বাকি রেখেছে কী? এখন শুধু জানটা নিয়ে নেওয়া বাকি। এই তো।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ