Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়া প্রতিনিধি.
বিরোধিদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর বলেছেন, জাতীয় পার্টি দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। সারাদেশে বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির সংসদ সদস্যদের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। বগুড়া সদর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এই এলাকার রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ গ্রামীণ অবকাঠোমাগত উন্নয়নে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধিদল হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে।
শনিবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ সভাকক্ষে দু:স্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য তাঁর ঐচ্ছিক তহবিল থেকে ৩০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে ১ লাখ ৬৭ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি, উপজেলা পরিষদের কর্মকর্তা একেএম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, সদর জাপার সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, এমরান রহমান মিঠু, আলমগীর হোসেন, মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।