দেশসেরা রাজশাহী বোর্ড

নিউজ ডেস্ক.

এবারের এসএসসি ও সমমানপরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফল বিশ্লেষণ করে এই তথ্যই পাওয়া গেছে। আগের চার বছরের চেয়ে পাসের হার কমলেও এই বোর্ড শীর্ষস্থান দখল করেছে।
রাজশাহীসহ দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি সালের এসএসসি ও সমমান ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১জন। আর শুধু রাজশাহীতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। বোর্ডের এই পাসের হার ২০১৩ সালের পর সর্বনিম্ন।
দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার জানান, রাজশাহী বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬৭ হাজার ৫৯০জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৫১ হাজার ৪০৬জন। পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯জন। এর মধ্যে ছাত্র নয় হাজার ৭৫জন এবং ছাত্রী আট হাজার ২৭৪জন। ২০১২ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ। ২০১৩ সালে ছিল ৯৪ দশমিক ০৩ শতাংশ। ২০১৪ সালে ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ এবং ২০১৬ সালে ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ।
রাজশাহী বোর্ডে এবার মোট ১৩ পরীক্ষার্থী বহিস্কৃত হয়। প্রতিবন্ধী ছিল ১৭জন। এর মধ্যে পাস করেছে ১৪জন। তিনজনের ফল এখনো প্রকাশিত হয়নি। বোর্ডের দুই হাজার ৬৩৩টি স্কুলের মধ্যে ৪২৯ স্কুলের সব পরীক্ষার্থীই পাস করেছে। আর একটি স্কুলের কোনো পরীক্ষার্থীই পাস করেনি। এবার মোট কেন্দ্র ছিল ২৩২টি।
রাজশাহী বোর্ডের অধীন পাবনা জেলায় ৯২ দশমিক ৬৭ শতাংশ, জয়পুরহাটে ৯২ দশমিক ১২, বগুড়ায় ৯১ দশমিক ৩৪, নওগাঁয় ৯০ দশমিক ৮৬, চাঁপাইনবাবগঞ্জে ৯০ দশমিক ৭৫, নাটোরে ৮৯ দশমিক ৮৯, রাজশাহীতে ৮৯ দশমিক ৮০, ও সিরাজগঞ্জে ৮৯ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রামে ৮৩ দশমিক ৯৯, দিনাজপুরে ৮৩ দশমিক ৯৬, সিলেটে ৮০ দশমিক ২৬, যশোরে ৮০ দশমিক ০৪, বরিশাল ৭৭ দশমিক ২৪ এবং কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৫৯ দশমিক ০৯ শতাংশ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ