Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের শিক্ষার মান এখন বিশ্ব স্বীকৃত বলে দাবি করে বলেছেন, শিক্ষকদের অবদানে দেশের শিক্ষার গুণগত মানের অনেক অগ্রগতি হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগে বিদেশে কোনো শিক্ষাবিষয়ক সেমিনার বা সম্মেলনে গেলে আমাদের নেতিবাচকভাবে দেখা হতো। শিক্ষার মান উন্নয়নের ফলে এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে।
অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভুলত্রুটি সংশোধনে গঠিত কমিটির সুপারিশ প্রতিবেদন হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে গঠিত সেই কমিটি আজ সুপারিশ হস্তান্তর করে শিক্ষামন্ত্রীর কাছে।
অষ্টম ও নবম শ্রেণির ৬টি সংশোধিত বই শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেন তারা। এর আগে ৫টি বই তারা সংশোধন করে হস্তান্তর করেন। আরও একটি বইয়ের সংশোধিত কপি খুব দ্রুত শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেবে এই কমিটি।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা তাদের সুপারিশ পেয়েছি। এখন আমরা যাচাই-বাছাই করে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেব।