Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশের দুই তারকার মধ্যে সাকিব সোমবার রাতেই দেশে ফিরেছেন। মিরাজ ফিরেছেন মঙ্গলবার সকালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার জন্যই টুর্নামেন্টের মাঝপথ থেকে ফিরে এসেছেন এ দুই অল রাউন্ডার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বন্ধ ছিল বিসিবি কার্যালয়। জাতীয় দলের ক্যাম্পেও ছিল ছুটি। তারপরও সকাল পেরিয়ে মিরপুর শেরে বাংলায় আসেন সাকিব। দুপুরে লাঞ্চও করেন একাডেমির ক্যান্টিনে। এরপর বিসিবিতে কিছু অফিশিয়াল কাজ সারেন তিনি। অন্যদিকে এদিন সকালে দেশে ফেরায় একাডেমিতে বিশ্রাম নিচ্ছিলেন মিরাজ।
দুই তারকার সিপিএল থেকে দেশে ফেরার খবর জানিয়ে বিসিবি লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজীব বলেন, ‘সাকিব গতকাল রাতে ঢাকায় ফিরেছে। একটা কাজে এখন সে বিসিবিতে এসেছে। আর আজ (মঙ্গলবার) সকালেই ফিরেছেন মিরাজ। এখন ও বিশ্রামে আছে।’
সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন সাকিব। তিন ম্যাচে করেছেন ৬১ রান। পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন তিনি। অপরদিকে মিরাজ ছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সে। প্রথম বারের মতো সিপিএলে খেলতে গেলেও এটা তার জন্য হয়ে থাকলো শিক্ষা সফর। সিপিএলের কোন ম্যাচেই খেলার সুযোগ হয়নি তার।