দ্রুত হাজারি ক্লাবে সৌম্য !

ক্রীড়া ডেস্ক.

আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। ইতিমধ্যে টুর্নামেন্টে দুটি অর্ধশত তুলে নিয়েছেন সৌম। বুধবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর এই ম্যাচে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে সৌমের।
নিউজিল্যান্ডের বিপক্ষ ম্যাচে আর মাত্র ৭৫ রান করতে পারলেই বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে দ্রুততম এক হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন ২৪ বছর বয়সী সৌম্য। সেই সঙ্গে আরেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসকে টপকে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়বেন সৌম্য।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রানে আউট হন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১, আইরিশদের বিপক্ষে অপরাজিত ৮৭ রান করেন।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে ম্যাচ খেলে সৌম্যর সংগ্রহ ৯২৫ রান। আর ২০০৬ সালে ২৯ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছিলেন শাহরিয়ার নাফিস। যে রেকর্ড ১১ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। সৌম্যর সামনে সুযোগ রয়েছে নাফিসকে ছাড়িয়ে যাওয়ার। এজন্য আরও ৩টি ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ