Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাত্তাই পেল নাদক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইয়ান মরগানের দল।
বুধবার রোজ বৌলেতে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
প্রোটিয়াদের দেয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জেসন রয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ১৪ বলে করেন ২৮ রান করে ফিরেন জেসন রয়। এরপর হেলস ও বেয়ারস্টোর অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটিতে ৩৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড।
প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা বেয়ারস্টো ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন। ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন হেলস।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল ছিল না। ৭ বলের মধ্যেই ফিরে যান দুই ওপেনার জেজে স্মুটস ও রেজা হেনড্রিকস। পঞ্চম ওভারে ফেরেন ডেভিড মিলারও। ২৫ বলের মধ্যে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে প্রোটিয়ারা।
সেখান থেকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা যে শেষ পর্যন্ত ১৪২ হয়েছে, সেটা মূলত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারদিয়েনের কল্যাণে। দুজন অবিচ্ছিন্ন তৃতীয় জুটিতে যোগ করেন ১১০ রান। তবে এ জুটি খেলেছে প্রায় ১৬ ওভার। ডি ভিলিয়ার্স ৬৫ ও বেহারদিয়েন ৬৪ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের দুই পেসার ডেভিড উইলি ও মার্ক উড উইকেট নিয়েছেন তাদের প্রথম বলেই। আর মাঝে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে স্পিনাররা। হাম্পশায়ারের দুই স্পিনার লিয়াম ডসন ও ম্যাসন ক্রেন ৮ ওভারে খরচ করেছেন মাত্র ৪১ রান। এর মধ্যে ডসন বাউন্ডারি খাননি একটিও। অভিষিক্ত ক্রেন বাউন্ডারি হজম করেছেন দুটি। এর একটি আবার শেষ বলটা ফুলটস করে।
আগামী শুক্রবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।