ধুনটে চাচার মারপিটে ভাতিজার মৃত‌্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় সালিশী বৈঠকে রায়হান (২৫) নামে এক যুবক তার চাচা শহিদুল ইসলাম ও তার লোকজনের মারপিটে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যায়। নিহত রায়হান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর পশ্চিমপাড়ার বাদশা মিয়ার ছেলে। 

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের রনজু মিয়ার ছেলে ইব্রাহিমের (৩) সাথে ১৬ জানুয়ারী বিকেলে প্রতিবেশী রাশেদের ছেলে হাসান (৩) বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এসময় অসাবধানতা বশত হাসানের লাঠির আঘাতে শিশু ইব্রাহিম আহত হয়। 

    এ ঘটনায় রাশেদের স্ত্রী রুমি খাতুন অকথ্য ভাষায় ইব্রাহিম ও তার পরিবারের লোকজনকে গালিগালাজ করতে থাকে। এসময় নিহত রায়হানের মা রাহেনা খাতুন তাকে গালিগালাজ করতে নিষেধ করে। এ ঘটনা নিয়ে কথাকাটাটির এক পর্যায়ে রাশেদ ও তার স্ত্রী রুমি খাতুন নিহত রায়হানের বাবা মাকে মারধর করে। 

    ১৭ জানুয়ারী সকাল ১০টার দিকে প্রতিবেশী মোজাম্মেল হকের বাড়িতে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার বৈঠক বসে। ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হানকে তার চাচা শহিদুল ইসলাম ও তার লোকজন মারপিটে আহত করে। স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

    ১৮ জানুয়ারী রায়হান হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যায়। কিন্তু বাড়িতে ফিরে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সে মারা যায়। 

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ