ধুনটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রী অপহণের মামলা : ছাত্রলীগ নেতার দা‌বি ‘বউ আমার কাছে’

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আবু সালেহ স্বপন ভান্ডারবাড়ী ইউ‌নিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

ওই কলেজছাত্রী ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের বা‌সিন্দা ও ধুনট বাজারের একজন ব‌্যবসায়ীর মেয়ে। আজ মঙ্গলবার দুপুরের দিকে তার বাবা ধুনট থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় আবু সালেহ স্বপনসহ ৫জন কে আসামী করা হয়েছে। ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে মামলার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

এরআগে সোমবার সন্ধ‌্যার আগে ওই কলেজ ছাত্রী নিখোঁজ হয়। অ‌ভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন তাকে অপহরণ করেছে। বিষয়‌টি সামা‌জিক যোগাযোগের মাধ‌্যম ফেসবুকে প্রচার হয়। শোকের মাস আগস্টে কলেজছাত্রী অপহরণ করার ঘটনায় কেউ কেউ ওই ছাত্রলীগ নেতার শা‌স্তি দা‌বি করেন। এরই মধ্যে ‘আবু সালেহ স্বপন’ নামের নিজস্ব আই‌ডি থেকে সে আজ বিকাল ৩টা ২০মি‌নিটে এ‌বিষয় নিয়ে ফেসবুকে এক‌টি পোস্ট করে। সেখানে ওই ছাত্রলীগ নেতা দাবি করে ‘অপহরণ না আমার বউ আমার কাছে, কাল সকালে দেখা হবে, একটু দুরে আ‌ছি এজন‌্য’। এরপর ওই ছাত্রলী‌গ নেতার কয়েকজন অনুসারী কলেজছাত্রীর সঙ্গে পাশাপা‌শি অবস্থায় বসে থাকা আবু সালেহ স্বপনের এক‌টি ছ‌বি ফেসবুকে প্রকাশ করে। ছ‌বিতে স্বপন গোলগলা গে‌ঞ্জি ও মাথায় টু‌পি পরে এবং কলেজছাত্রী হা‌সিমুখে হাতে টাকা নিয়ে পাশাপা‌শি বসে আছে। ছ‌বি‌টি তাদের বিয়ের ছ‌বি দা‌বি করে ফেসবুকে তাদের নতুন জীবনের জন‌্য শুভ কামনা জা‌নিয়েছেন পোস্টদাতারা।

কলেজছাত্রীর বাবা মামলায় দা‌বি করেছেন আবু সালেহ স্বপন আগে থেকে তার মেয়েকে উত‌্যক্ত করে আস‌ছিল। কিন্তু প্রেমের আহবানে সারা না পেয়ে সে তার মেয়েকে অপহরন করেছে। সোমবার বিকেলে দিকে মেয়ে‌টি বা‌ড়ির অদূরে হাটাহা‌টি করতে যায়। এসময় ছাত্রলীগ নেতা স্বপনসহ ৫জন ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে সিএন‌জি যোগে নিয়ে যায়।

ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনকে প্রধান করে ৫জনকে আসামী করা হয়েছে। কলেজ ছাত্রীকে উদ্ধা‌র এবং অ‌ভিযুক্তদের গ্রেফতারে আমরা প্রয়োজনীয় তৎপরতা অব‌্যাহত রেখে‌ছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ