
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের আয়োজনে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ শান্তি সমাবেশ করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকে এ উপলক্ষ্যে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে ধুনট হাইস্কুল মার্কেট এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। সঞ্চালনা করেন ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু। এসময় বগুড়া জেলা যুবলীগ, ধুনট উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

