Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ভারতের টেলিভিশন অভিনেতা পীযূষ সহদেবকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের ভারসোভা থানা পুলিশ। মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানা যায়, ২৩ বছর বয়সি এক ফ্যাশন ডিজাইনারকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পীযূষের বিরুদ্ধে। পীযূষ ও ফ্যাশন ডিজাইনার লিভ-ইন সম্পর্কে ছিলেন গত দুই মাস ধরে। ওই তরুণীকে মডেলিং ও অভিনয়ে আসতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন পীযূষ। কিন্তু পুরো অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গত ২০ নভেম্বর ওই তরুণী পীযূষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে পীযূষকে।
এক সূত্রের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে, পীযূষ বিবাহিত। মাস ছয়েক আগে স্ত্রী আকাঙ্খা রাওয়তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তিনি। তারপর থেকে আর স্ত্রীর সঙ্গে থাকতেন না বরং মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে ওই মডেলের সঙ্গে থাকতেন। পরিবারের সঙ্গে পীযূষের খুব একটা যোগাযোগ নেই।
পীযূষের বোন টেলিভিশন অভিনেত্রী মেহের ভিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পীযূষের সম্পর্কে এমন কোনো খবর আমি জানি না। বিয়ের পর পীযূষ এবং তার স্ত্রীর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।’
পীযূষ হিন্দি টেলিভিশন অভিনেতা। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক হলো- ‘দেবো কে দেব… মহাদেব’, ‘স্বপ্নে সুহানে লডাকপন কে’, ‘বেয়াধ’, ‘মিত মিলা দে রাব্বা’, ‘ঘর এক স্বপ্না’ প্রভৃতি।