ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আ.লীগের মিছিল-পথসভা


স্টাফ রিপোর্টার.

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় চাঁনদিয়াড় তিনমাথা বাজার এলাকায় উক্ত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

তৃনমুল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামের আয়োজনে উক্ত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

চৌকিবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম, চৌকিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, চৌকিবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাজাহান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ খাঁন, আওয়ামী লীগ নেতা মাসুদ ডাক্তার, মোন্তাজ উদ্দিন খাঁন, বুলু মিয়া, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বেলাল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান খাঁন, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন, অজিল হোসেন, স্বপন, সবুজ, নাজমুল, ময়নুল, রবিউল প্রমুখ।

পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন যুবলীগ নেতা রেজাউল ইসলাম। মতবিনিময় সভায় তিনি বলেন, তৃনমুল পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম বেগবান করতে বঙ্গবন্ধুর আদর্শের ও পরীক্ষিত সৈনিকদের নেতৃত্বে আনতে হবে। তৃনমুল পর্যায়ে সঠিক নেতৃত্ব এলে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে। এসময় তিনি চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সকলের দোয়া প্রার্থনা করেন।

রেজাউল ইসলাম ইসলাম ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হোন। তিনি চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র বিশ্রামাগার সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ