কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলার দুই তরুণকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে শনিবার দুপুরে উপজেলার সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ফজলুল হক (১৯) ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও প্রান্ত ভূষণ শুভ (১৮) একই উপজেলার বেলকুচি গ্রামের শ্রী বিভূতি ভূষণের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আটক দুই তরুণ সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো। শনিবার দুপুরে দুই তরুণ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ঐ ছাত্রীকে উত্যক্ত করলে বিষয়টি স্কুলের শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি কাজীপুর থানা পুলিশকে জানায়। দুপুরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কাজিপুর থানা পুলিশ।



