Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আসন্ন বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ধুনট উপজেলা বিএনপির নেতাদের কোন প্রকার ভোটাধিকার থাকছে না। এ নিয়ে উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিএনপির সমর্থকদের মাঝেও চলছে নানান আলোচনা-সমালোচনা।
বুধবার ধুনট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে সম্মেলনের মাধ্যমে ধুনট উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় দলের হাই কমান্ডের নির্দেশে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি এ সিন্ধান্ত নিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২ নভেম্বর বগুড়া জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। উপজেলা থেকে বিএনপির ৭২ নেতা জেলা সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করা হয়। কিন্ত এবার তার ব্যতিক্রম ঘটছে। বগুড়া জেলা বিএনপির সম্মেলনের ভোটার তালিকায় ধুনট উপজেলা বিএনপির নেতাদের নাম নেই।
গত ২০০৯ সালে ধুনট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনিত হন তৌহিদুল আলম মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হন বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার। এছাড়া ২০১৩ সালে তৌহিদুল আলম মামুনকে আহবায়ক ও সরাফত জামান পাশাকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। এই আহায়ক কমিটি সম্মেলন করতে ব্যর্থ হন। এ কারণে ২০১৯ সালে প্রয়াত আব্দুল মতিন মন্ডলকে আহবায়ক ও বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদারকে যুগ্ম আহবায়ক করা হয়। আব্দুল মতিন মন্ডল মৃত্যুবরণ করায় তৌহিদুল আলম মামুনকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখফিজুর রহমান বাচ্চু বলেন, সঠিক নেতৃত্বের অভাবে দীর্ঘদিন যাবৎ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এছাড়া কেন্দ্রীর কোন কর্মসূচিও এ উপজেলাতে পালন করা হয়নি। ফলে দলের হাই কমান্ড ক্ষুব্ধ হয়ে জেলা সম্মেলনে উপজেলার একজন নেতাকেও কাউন্সিলর করেননি। এ ঘটনায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে জানান এই নেতা।
বগুড়া জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা তৌহিদুল আলম মামুন বলেন, নেতাকর্মীদের মাঝে অন্তর্দ্বন্দ্বের কারণে উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এ কারণে জেলা সম্মেলনে কাউন্সিলর হিসেবে কোন নেতাকর্মীর নাম তালিকায় নেই। দলের হাই কামান্ডের নির্দেশে জেলা বিএনপি থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপির নতুন নেতৃত্বে ধুনট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
