ধুনটের মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ৮ অক্টোবর

স্টাফ রিপোর্টার


বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ধুনট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মথুরাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। একারনে নতুন কমিটি গঠনের জন্য ইউনিয়ন শাখা ছাত্রলীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের একমাস পূর্বে ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের প্রস্তুতি গ্রহনের জন্য নির্দেশ করা হয়েছে।

প্রসঙ্গত, মথুরাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির দায়িত্বে রয়েছে সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সবুজ হোসেন ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ