ধুনটের সরুগ্রামে বিশ্ব ইজতেমা শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে চলছে এই ইজতেমার কার্যক্রম। বৃহস্পতিবার বাদ ফজর ইজতেমায় উদ্বোধনী বয়ান পেশ করেন সাউথ আফ্রিকা থেকে আগত তাবলিগের মুরুব্বী মাওলানা রমজান আলী।

    এবছর সরুগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৪৪তম ইজতেমা। ঢাকার বাহিরে প্রথম ইজতেমা শুরু হয় এই নিভৃত পল্লী গ্রামে। যেখানে আঞ্চলিক মুসুল্লীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসুল্লীরা অংশ নেন। আর একারনেই সরুগ্রাম ইজতেমাটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তিতে দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ইজতেমা শুরু হলে সরুগ্রাম ইজতেমার পরিধি ছোট হয়ে আসে।

    ইজতেমায় ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন।

    আয়োজক কমিটির সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার বাদ আছর কাকরাইলের মুরুব্বী ডা. নাসির ও বাদ মাগরিব মাওলানা মনির বিন ইউসুফ বয়ান পেশ করার কথা রয়েছে।

    হিমেল হওয়া ও শীতের তীব্রতা উপেক্ষা করে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মুসুল্লী। আল্লহর ইবাদত ও নবী-রাসূলের জীবন আদর্শ এবং দাওয়াতে তাবলিগের গুরুত্ব সম্পর্কে জানতে মুসুল্লীরা বয়ান শুনছেন। এছাড়া অবসর সময় গুলোতে বিভিন্ন ইবাদত পালনে ব্যস্ত সময় পার করছেন।

    এদিকে ইজতেমা উপলক্ষ্যে আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজার বসেছে। ইজতেমায় আগত মুসুল্লীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রয়েছে মেডিকেল টিম।

    এ ইজতেমার মধ্যদিয়ে ঢাকার টুঙ্গির বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য জামাত তৈরী করা হবে। তাবলিগ জামাতের মুসুল্লীরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমা অংশ নেবেন।

    আগামী শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই ইজতেমার কার্যক্রম।

    ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বীদের তত্ত্বাবধায়নে ইজতেমা পরিচালিত হচ্ছে। বিদেশী সাথীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার মুসুল্লীরা ইজতেমায় অংশ নিয়েছেন।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ