ধুনটের সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন কারাগারে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের (৬৫) নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

    বৃহস্পতিবার সকালের দিকে তিনি জামিনের আবেদন করে বগুড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবি টিএম মইনুল হাসান হেলাল এ তথ্য নিশ্চিত করেন।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার পিছনে ফাঁকা মাঠের ভেতর ২০১৮ সালের ৭সেপ্টেম্বর রাত ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করেন। ওই গোপন বৈঠকে বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী নাশকতামুলক কর্মকান্ডের প্রস্তুতি নেয়।

    এসময় খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে লাঠি, দেশীয় তৈরী অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে।

    এ ঘটনায় ওই রাতেই ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা (মামলা নং ১৬৩/১৮) দায়ের করেন। ওই মামলায় ধুনট পৌর বিএনপির তৎকালীন সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলসহ ১৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। থানা পুলিশ এই মামলাটি তদন্ত করছেন।

    এদিকে মিথ্যা মামলা থেকে বিএনপি নেতার নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন, ধুনট উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল মতিন মন্ডল, যুগ্ম আহবায়ক হাতেমুজ্জামান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী মন্ডল, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, হায়দার আলী হিন্দোল, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, শরাফাত জামান পাশা, রেজাউল করিম ঠান্ডু, আবুল মুনসুর আহমেদ পাশা, ওসমান গণি, যুবদল নেতা রাসেদুজ্জামান উজ্জল, আফাজ উদ্দিন, আবু মুসা, এসএম হালিম, মোহাম্মদ আলী জন, মিনহাজ উদ্দিন মিঠু, মাহমুদুল হাসান সুমন, মাহবুব আলম রঞ্জু, ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, আল নোমান ও রকি প্রমুখ।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ