ধুনটের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান হতে চান ৬১জন

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬১জন প্রার্থী। মঙ্গলবার বিকাল ৫টায় পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

নিমগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সোনিতা নাসরিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজাহার আলী পাইকার, আলেক উদ্দিন মন্ডল, নবাব আলী মন্ডল, শাহাদৎ হোসেন, রুহুল আমিন, জহুরুল ইসলাম ও জাকির হোসেন।

কালেরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ, সাজ্জাদ হোসেন শিপন, গোলাম মেহবুব ছরোয়ার ও তারিকুল ইসলাম।

চিকাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জুয়েল, আলেফ বাদশা, আরিফুর রহমান, আব্দুর রাজ্জাক, এবিএম শামছুজ্জোহা বেলাল, আব্দুর রাজ্জাক আকন্দ ও মাহবুর রহমান।

গোসাইবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামছুল বারী শেখ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, সাংবাদিক এএসএম জিয়াউল আলম (জিয়া শাহীন), রাশেদুজ্জামান উজ্জল, মাসুদুল হক বাচ্চু, মিনহাজ আলম ও হারুন অর রশিদ।

ভান্ডারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার পারভেজ রুবন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতিকুল করিম আপেল, বেলাল হোসেন বাবু ও একেএম নাজমুল হাসান।

ধুনট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব এসএম মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী বতর্মান চেয়ারম্যান লাল মিয়া, আতিকুর রহমান, আলমগীর বাদশা, শাহীনুর ইসলাম টগর, রফিকুল ইসলাম শাহীন ও মোস্তাফিজুর রহমান মন্টু।

এলাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তোজাম্মেল হক, ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী আসাদুল ইসলাম শেখ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আতাউর রহমান পলাশ, শামছুদ্দোহা (জিএম সম্রাট), মাসুদ রানা ও শাহজাহান আলী ঠান্ডু।

চৌকিবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কুদরত-ই খুদা জুয়েল, ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মজনু মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, মকবুল হোসেন ও হাসানুল করিম পুটু।

মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী খাদেমুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ফিরোজ, মাহফুজার রহমান (শাহাআলী), এম এ রাজ্জাক, মোহাম্মদ আলী তালুকদার ও শফিকুল ইসলাম।

গোপালনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহ আলম, ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী তরিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম ও ওমর আলী।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ