
বগুড়ার ধুনট উপজেলায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় সবকিছু ভস্মিভূত হয়েছে। আব্দুস সালাম ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বিশ^হরিগাছা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ২টি ঘর, আসবাবপত্র, ২টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবারটি। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে আওয়ামী লীগ নেতার স্ত্রী হাসারানী ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে রাতের খাবার শেষে ঘরে ঘুমোতে যান। রাত ১১টার দিকে হটাৎ করে ঘরে আগুন লাগার বিষয়টি টের পান হাসারানী।
মুহুর্তেই আগুন দুইটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় তিনি তার ছেলে-মেয়েকে নিয়ে ঘর থেকে বের হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ধুনট উপজেলা দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কিন্তু ততক্ষনে ওই বাড়ির দুইটি ঘর, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, গোয়াল ঘরে থাকা ২টি গরু, ১ টি ছাগল ও হাস-মুরগীসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সামছুল আলম ধুনট বার্তাকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


