ধুনটে অগ্নিকান্ডে নিহতদের পরিবারে অনুদান

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের পক্ষে থেকে অগ্নিকান্ডে নিহতদের পরিবারে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার হাতে অনুদানের নগদ টাকা, ঢেউটিন, খাবার সামগ্রী ও কম্বল হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, সদস্য আব্দুল বারিক, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, মইনুল করিম লিটন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার উপজেলার যমুনা নদীর ভুতবাড়ি বাঁধে আশ্রিত বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেছে কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ