
স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের বুড়িরভিটা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই গ্রামের মৃত জোব্বার আলীর ছেলে বাচ্চু প্রামানিকের বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ৭টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাচ্চু প্রামানিকের বাড়িয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পরে ওই বাড়িরর আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রসহ ঘর পুড়ে যায়। এসময় গ্রামবাসী স্থানীয় ব্যবস্থাপনার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান ধুনট বার্তাকে জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বুড়িরভিটা গ্রামের বাচ্চু প্রামানিকের বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ধুনট ইউনিয়ন ঘটনাস্থলে পৌছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয় লোকজন। ওই অগ্নিকান্ডে গৃহকর্তা বাচ্চু মিয়ার প্রায় দেড় লাখটাকার ক্ষতি সাধন হয়েছে।

