Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকান্ডে ছফের আলী নামে এক কৃষকের পরিবারের সবকিছু পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে। অগ্নিকান্ডে নগদ ২ লাখ টাকা, ২টি ঘর, ৩টি গরু, ২টি ছাগল ও ৩টি ভেড়া পুড়ে মারা গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে গৃহকর্তা ছফের আলী (৫০) দগ্ধ হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক পরিবারটির ঘরে থাকা সব কিছুই পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে। অগ্নিকান্ডে নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ছফের আলী একজন প্রান্তিক কৃষক। অন্যান্য দিনের বুধবার দিবাগত রাতে গোয়ালঘরে গবাদিপশু রেখে পরিবার পরিজন নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন ছফের আলী।
ওই রাতে আগুনে গোয়াল ঘরে থাকা গরু, ছাগল ও ভেড়া পুড়ে মারা গেছে। এছাড়া ঘরে রক্ষিত ২ লাখ টাকা, টিভি, ফ্রিজ, খাদ্যশষ্য ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে গৃহকর্তা ছফের আলী দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ ছফের আলীকে রাতেই প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম ধুনট বার্তাকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করেছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধ কৃষকের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।