ধুনটে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগের ঘটনায় ৩জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার গজিয়াবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক মোলাম উদ্দিন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় এ মামলা দায়ের করেন। এদিকে মামলার আসামী গ্রামবাসী কর্তৃক আটক একই গ্রামের পর্বত আলী শেখের ছেলে কুড়ান শেখকে (৬৫) পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৪মাস আগে প্রতিবেশী কুড়ান শেখের ছেলে আশরাফুল ইসলামের কাছ থেকে পৌনে ৭শতক জমি ক্রয় করেন কৃষক মোলাম উদ্দিন। সেই জমিতে প্রায় দেড়মাস আগে থেকে বসবাস শুরু করেন মোলাম উদ্দিন। এদিকে ছেলের কাছ থেকে ওই জমি ক্রয় করায় মোলাম উদ্দিনের উপর ক্ষিপ্ত ছিল কুড়ান শেখ। এগিকে বুধবার দিবাগত রাত ১২টায় মোলাম উদ্দিনের গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় দূর্বত্তরা। পাঠকাঠির তৈরী বেরা ও গোয়াল ঘরে গরুর গোবর দিয়ে তৈরী জ্বালানী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের দেওয়া আগুনে একটি গরু মারা যায় এবং আরো দুটি গরু দগ্ধ হয়। আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে দগ্ধহোন কৃষক মোলাম উদ্দিন। আহত মোলাম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন পর্বত আলী শেখের ছেলে কুড়ান শেখকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করে।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, কৃষক মোলাম উদ্দিন শেখ বাদী হয়ে থানায় কুড়ান শেখসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় কুড়ান শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ