তারিকুল ইসলাম.
বগুড়ার ধুনট উপজেলায় বাঁশ বাগানের ভেতর থেকে পরিচয়হীন এক বুদ্ধি প্রতিবন্ধি মা ও তার নবজাতক পুত্রকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ৯টার দিকে উপজেলা সদরের বথুয়াবাড়ী গ্রামের একটি বাঁশ বাগান থেকে নবজাতক তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পূলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদ নামে এক কৃষকের বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর চার দিন আগে আশ্রয় নেয় পরিচয়হীন বুদ্ধি প্রতিবন্ধি অন্তঃসত্বা এক নারী। সে নিজের নাম মর্জিনা বলতে পাররেও এর বেশী কোন পরিচয় দিতে পারেনা। এ অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে বাঁশ বাগানের ভেতর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় মর্জিনা। স্থানীয় অনেকে নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও মা তার সন্তানকে দিতে রাজী হয়নি। সংবাদ পেয়ে মা ও তার সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, উদ্ধার করা মা ও তার সন্তানের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে পরিচয় পাওয়া না গেলে বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব ধুনট বার্তাকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তার সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মা ও তার সন্তান সুস্থ রয়েছে।