Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিবন্ধন না থাকায় বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি ৩টি ডায়াগনস্টিক ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। আর হালনাগাদ বা নবায়নকৃত কাগজপত্র না থাকায় ১৩টি প্রতিষ্ঠানকে সর্তক করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার সকালের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত বলেন, হাইকোর্টের দেওয়া ৭২ঘণ্টার সময়সীমার মধ্যে নিবন্ধনবিহীন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো, উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকার আধুনিক ডেন্টাল কেয়ার পপুলার সেবাদান কেন্দ্র, ডাক্তারখানা ও সোনাহাটা বাজার এলাকায় আল রোজিনা ডায়াগনস্টিক সেন্টার।
তিনি আরও বলেন, প্রাপ্ত তালিকা অনুযায়ী উপজেলায় নিবন্ধনকৃত ডায়াগনস্টিক ও ক্লিনিকের সংখ্যা ১৬টি। এরমধ্যে যারা নবায়ন করেনি তাদের ১৫জুনের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
