ধুনটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার : আটক ১

কারিমুল হাসান লিখন

_________

প্রতিবেদনটি তৈরী করেছেন।

বগুড়ার ধুনট উপজেলা থেকে অপহরন হওয়া এক কলেজ ছাত্রীকে বরগুনা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুর পাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে রিপন মাহমুদ (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামালা সুত্রে জানা যায়, ধুনট উপজেলার বিষ্ণপুর গ্রামের সনাতন ধর্মালম্বী এক তরুণী স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। তার সাথে আটককৃত রিপন মিয়ার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে। এরপর থেকে দু’জনে মোবাইল ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে রিপন ওই কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে ধুনট উপজেলায় আসে। গত ১৮ সেপ্টেম্বর সকালে ওই তরুণী নিজ বাড়ী থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সে নসরতপুর গ্রামের রিক্সা ষ্ট্যান্ড এলাকায় পৌঁছুলে রিপন মাহমুদ তাকে কৌশলে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নেয়। এরপর ওই তরুণীকে জোড়পূর্ব ক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত ১৯ সেপ্টেম্বার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোনের কল-লিস্টের সূত্র ধরে ধুনট থানার পুলিশ অভিযান চালায়। অভিযানকালে বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরনের ঘটনায় অভিযুক্কাত রিপন মাহমুদকে আটক করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে জানান, কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরনের অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বরগুনা জেো থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় আটককৃত রিপন মাহমুদকে আসামী করে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় রিপনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বগুড়ার জেল-হাজতে পাঠানো হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ