Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় অবরুদ্ধ এক কৃষক পরিবারের সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা আনারপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ওই অবরুদ্ধ পরিবারের ৪ সদস্য আহত হয়। এসময় প্রতিপক্ষের ৪জন আহত হয়েছে।
আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফফার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রতিবেশী ঠান্ডু মিয়া ও তরিকুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
এ অবস্থায় গত ০৭ জুলাই সকালের দিকে ঠান্ডু মিয়া ও তার লোকজন আব্দুল গফফারের বসতঘর থেকে বের হওয়ার পারিবারিক রাস্তায় গাছের ডালপালা এবং আবর্জনা রেখে দেয়। ফলে চলাচলের ওই রাস্তা বন্ধ হয়ে যায়। এতে আব্দুল গফফারের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।
বিষয়টি নিয়ে আব্দুল গফফারের ছেলে আরব আলী গত ৪ আগস্ট ধুনট থানায় একটি অভিযোগ দেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও কোন কাজ হয়নি। এতে আরো বেশী ক্ষুব্ধ হয় প্রতিপক্ষ ঠান্ডু মিয়া ও তরিকুল ইসলাম।
এ অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল গফফার ও তার স্ত্রী ফুলকলি বসতবাড়ির বাহিরের উঠোনে দাড়িয়ে ছিলেন। এসময় প্রতিপক্ষ ঠান্ডু মিয়া, তরিকুল ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল গফফার ও তার স্ত্রী ফুলকলি খাতুনকে পেটাতে থাকেন।
তাদের চিৎকারে আব্দুল গফফারের ছেলে আরব আলী ও তার স্ত্রী মিতু খাতুন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পেটানো শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষরা আরব আলীর স্ত্রী মিতু খাতুনের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মারপিটের ঘটনায় আব্দুল গাফফারের পক্ষের ৪ জন এবং ঠান্ডু মিয়ার পক্ষের ৪জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঠান্ডু মিয়ার ছেলে আতিকুল বলেন, ‘আমাদের রাস্তায় আমরা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল গফফার জোর করে অন্যের জায়গার বেড়া দিয়ে আমাদের বেকায়দার ফেলার চেষ্টা করলে আমরা বাধা দিয়েছি। এসময় হাতাহাতির ঘটনা ঘটেছে।’
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
