ধুনটে অবসর ভাতার টাকা খোয়ালেন বীর মুক্তিযোদ্ধা

ফজ‌লে রাব্বী মানু.


বগুড়ার ধুনট উপজেলায় ব্যাংক থেকে উত্তোলনের পর ৫০ হাজার টাকা খোয়ালেন ফরিদ উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা। সোমবার সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক ধুনট শাখা এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন উপজেলার উত্তর সহড়াবাড়ী গ্রামের বক্স প্রামানিকের ছেলে এবং সহড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন জানান, সোনালী ব্যাংক ধুনট শাখায় তাঁর অবসর ভাতার (পেনশন গ্রাচুইটি) টাকা জমা রয়েছে। সেখান থেকে সোমবার সকাল ১০ টার দিকে ১লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিন ভাগে তাঁর ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখেন।

এরপর ব্যাংক থেকে বের হয়ে স্থানীয় একটি কম্পিউটারের দোকানে প্রবেশ করেন। সেখানে গিয়ে দেখতে পান ব্যাগের চেইন খোলা। ব্যাগ খুলে দেখতে পান সেখানে রক্ষিত ৫০ হাজার টাকা নেই।

সোনালী ব্যাংকের ধুনট শাখার ব্যবস্থাপক মাহবুবুল হক জানান, সোমবার সকালের দিকে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যান। কিছুক্ষন পর ফিরে এসে জানান তাঁর উত্তোলন করা টাকা থেকে ৫০ হাজার খোয়া গেছে। তাঁকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে জানান, বীর মুক্তিযোদ্ধার টাকা খোয়া যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাননি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ